একাকী বিদুরের খুদ কুড়িয়ে নিয়ে যাবো
আর আমার গৃহশ্রী তোমার দিকে আঙুল তুলে
প্রশ্নচিহ্ন রেখে যাবে মহাকালের হৃদয় জুড়ে
কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ করার পূর্বভাগে
সমস্ত দানাপানি কোঁচড় খুলে তোমার সামনে
বিছিয়ে দিতে চাই আবাল্যের গোচারণসখা
উড়ন্ত তুলোদানার মতো অজস্র ধান্যবীজ
যদি উন্মুখ হয়ে আমাকে ডাকে গ্রহণের জন্যে
আমি কী উর্বরকালবিহীন ধারণে
উৎকণ্ঠ হবো
একনিষ্ঠ সৃজনশ্রমিক হয়ে কী করে হায়
বীজ নেবো অতস ভূমিতে কর্ষণহীন অসময়ে
No comments:
Post a Comment