উড়ন্ত চাকিরা নিজেদের সংসার ফেলে
কেন আসে মানুষের বিবর্ণ ভদ্রাসনে
নীল গ্রহের ঐশ্বর্যের দম্ভ আমার হাড়মাংসে
রসকলির ঔজ্জ্বল্য বয়ে বেড়াবার ধুম মচায়
নামাবলির অক্ষরে অক্ষরে বীজমন্ত্র লেখা
আকাশে ও ভূমিতে সীমানার দখলদারির সুলুকসন্ধান
পঞ্চশীলের ওকালতনামা গড়াগড়ি যায় ব্রজের ধূলায়
দিশারী ক্ষেপনাস্ত্র শুধু অদৃশ্য লক্ষ্যবস্তুকেই চেনে
No comments:
Post a Comment