Tuesday, October 24, 2017

সমরশ্লোক


উড়ন্ত চাকিরা নিজেদের সংসার ফেলে
কেন আসে মানুষের বিবর্ণ ভদ্রাসনে
নীল গ্রহের ঐশ্বর্যের দম্ভ আমার হাড়মাংসে
রসকলির ঔজ্জ্বল্য বয়ে বেড়াবার ধুম মচায়
নামাবলির অক্ষরে অক্ষরে বীজমন্ত্র লেখা
আকাশে ও ভূমিতে সীমানার দখলদারির সুলুকসন্ধান
পঞ্চশীলের ওকালতনামা গড়াগড়ি যায় ব্রজের ধূলায়
দিশারী ক্ষেপনাস্ত্র শুধু অদৃশ্য লক্ষ্যবস্তুকেই চেনে

No comments:

Post a Comment