কার ডাকে ফিরে এসেছি, কে চোখের ইশারায় বুঝিয়েছে এখনো এক মহাসুন্দর অপেক্ষায় আছে ৷ আমার ব্যথাঘোর নীরবতা, বেদনাস্নাত স্তব্ধ একাকীত্ব লহমায় ঘোরায় মোড়,মুখরতা দেয় আমাকে ৷
হেলা আর তাচ্ছিল্যে যদি না পোড়ে এই মায়াকুটীর, তাহলে জীবনকে চেনবার উপায় কী ও কোথায়? দুঃখের মোড়কে লুকিয়ে থাকে যে অম্লান আনন্দ, তাকে চিনিয়ে দেবার জন্যে সর্বক্ষণ আমার ছায়ার মতো মগ্ন সহগামী হয়, নির্দেশক ভূমিকায় সক্রিয় থাকে অচেনা এক অনির্দিষ্ট অবয়ব, অন্তরালের কুশীলব ৷ তাকে এড়িয়ে যাবো, সে সাধ্যি নেই আমার
বরং আমি মোহমাতাল হয়ে অনুসরণে অনুরাগী হই ৷ তার জন্যে এক জরুরি জাদুবিশ্বাস বাসা বাঁধে কোটরে ৷নিশ্চিত হই আমি এই ভেবে যে, সে আমাকে জীবন চেনাতে পারে ৷জীবনের ঘরদোরে পৌঁছে যাওয়াই তো আমার সমূহ সাধ ৷
Tuesday, October 24, 2017
কথাকল্প
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment