চুর্ণ আরশিতে বিম্বের কুচি
চন্দনগন্ধমাখা শরীর
বিভাজিত হয়
পরমাণুপুরুষের পদচিহ্নের কাছে
রেণুর ধূসর মিছিল ওড়ে
সায়াহ্ণের আকাশের আঁধারে
বজ্রগান বাজতে থাকে
করোটির কোটরে
পাঁচ দরোজা পাঁচ দিকে খুলে
পাহাড়ি ঢালপথে
ক্যানেস্ত্রার বিদ্রূপ ধ্বনিত হয়
কফিনসাদা খই ওড়ে
শীতরাতের রাজপথে
কুপিহাতে পেছনে শোকপায়ে হাঁটে আবছা অচিনসই
No comments:
Post a Comment