বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে তর্জনীচিহ্নের ছাপ
পাঁচ আঙুলের মোহরের পরই কী
শেষ হয়ে যায় এক দীর্ঘ পরিক্রমণ
উৎকর্ষতার পথে তোমার যে অভিযাত্রা
তার শীর্ষে পৌঁছাবার পর পতাকা ওড়াও
বিজয়ের তাম্রপত্র পুঁতে দাও বিজিত ভূমিতে
তারপরেও অগণিত টিপছাপে ধূসর হয়
তোমার দলিল, আঙুলের ডগায় অমোচনীয়
কালিতে তুমি চিহ্নিত হয়ে যাও
শীতবসন্তের সঙ্গমজনিত ঝরাপাতা
আসন্ন শিবলিঙ্গের মহানুভবতার কাছে
নিবেদিত হওয়াই তোমার শেষ পরিচয় ৷
No comments:
Post a Comment