Tuesday, October 24, 2017

পৌষালি


পৌষালি রাত শেষ হিমচুম্বনের তীব্রতায় কাঁপছে
চড়াই অভ্যস্ত যোদ্ধা প্রাচীন মানবের দল ঐতিহ্যের উৎসাহে
অস্থায়ী ছাউনির মাঝে ধুনি জ্বেলে সেঁকে নিচ্ছে শীতার্ত শরীর
টারবাইন পেরিয়ে ঝাঁপিয়ে পড়া জলে যুগক্রান্ত পূর্বপুরুষের
ছায়ামুখ ভেসে ভেসে ভাটির মোহনায় লংমার্চ করে
সে জলেই অনুজ যুগের প্রতিভূ পিতৃতর্পণ সমাধা করে
আবার সার বেঁধে ফিরে যায় বিষন্ন বাস্তুর নির্ধারিত কোটরে
কেন জানি সেই মায়াবী ঠিকানায় সব ইশারা বাঁধা পড়ে যায় ৷

No comments:

Post a Comment