আজো তুমি রাতের ঘুম ঘুড়ির মতো উড়িয়ে দিয়ে গেয়ে যাও শ্রাবণগান ৷ শোকবার্তাহীন কোন্ গৃহস্থের উঠোন তোমার জন্যে মাদুর বিছিয়ে রেখেছে ৷ শীতলপাটির হিমের নীচে বৃষ্টিভেজা মাটি থেকে অশ্রু ছাপিয়ে উঠছে ৷ সুরেলা বিলাপগাথা অদৃশ্য বেদনাবাহিনীর বুকে তীক্ষ্ণ চুম্বন সেরে ছুটে যাচ্ছে দিগন্তের দিকে ৷ আসলে লখাইর ভাসান নয় এ গান ৷যেন কালের মান্দাসে ভেসে চলেছে আপন সন্ততি জীবননগরে জেগে উঠার অনিশ্চয় আকাঙ্ক্ষায় ৷ শ্রাবণের অশ্রুঝরনায় অঙ্কুরের একতারা যে বাজে ৷
No comments:
Post a Comment