ছোটবেলায় একটা গান শুনতে পেতাম এইদিনে ৷ আমার মা অত্যন্ত বেদনাঘন সুরে গাইতেন গানটি ৷আজশুধু দু একটা কলি মনে আছে ৷ আজ মাকেও মনে পড়ছে খুব, দুর্গা ভাসানের পর ৷ আর গানটিও সেইসঙ্গে ৷ দুর্গার বিসর্জনের সঙ্গে এই গানের কোন সম্পর্ক নেই ৷ তবুও কোথায় যেন একটা অন্তঃসলিলা ব্যথাতুর সামঞ্জস্য রয়েছে ৷স্মৃতি থেকে গানটির যতটুকু জানি তুলে ধরছি৷ভুল হলে মাপ করবেন :-
মহরমে দশ তারিখে কী ঘটাইলে রাব্বানা / অঙ্গ যায় মোর জ্বলিয়া রে কইতে তারই ঘটনা৷/ মাঅ রাড়ি, ঝিঅ গো রাড়ি, আরঅ রাড়ি সখিনা ৷/ একৈ ঘরে তিনজন গো রাড়ি / খালি সোনার মদিনা......কী ঘটাইলে রাব্বানা ৷
No comments:
Post a Comment