Tuesday, October 24, 2017

অন্য মা


অশোকানন্দ রায়বর্ধন
অরণ্য শুধু পশুপাখির নয়
একদল প্রান্তিক মানুষও যে
যুদ্ধ করতে করতে জীবনের গান গায়
টাঙ্গি, বল্লমে,তীর আর ধনুর ছিলাতে
যারা তোলে জীবনের ধ্রুপদগান
তুমি তাদের সাথে পা মিলিয়ে
দাবি করেছ অরণ্যের অধিকার ৷
বনবাসী ও ব্রাত্য দেশজ প্রতিবাদীদের
বীরগাথা তুমিই তুলেছ বিরাট অঙ্গনে উত্তাল ঢেউ
বনজ আখ্যানের পাহাড়ি সুরে তুমিই তুলেছিলে স্বতন্ত্র দেবীগর্জন ৷
শেষ প্রণাম তোমায় হাজার চুরাশির মা

No comments:

Post a Comment