অশোকানন্দ রায়বর্ধন
অরণ্য শুধু পশুপাখির নয়
একদল প্রান্তিক মানুষও যে
যুদ্ধ করতে করতে জীবনের গান গায়
টাঙ্গি, বল্লমে,তীর আর ধনুর ছিলাতে
যারা তোলে জীবনের ধ্রুপদগান
তুমি তাদের সাথে পা মিলিয়ে
দাবি করেছ অরণ্যের অধিকার ৷
বনবাসী ও ব্রাত্য দেশজ প্রতিবাদীদের
বীরগাথা তুমিই তুলেছ বিরাট অঙ্গনে উত্তাল ঢেউ
বনজ আখ্যানের পাহাড়ি সুরে তুমিই তুলেছিলে স্বতন্ত্র দেবীগর্জন ৷
শেষ প্রণাম তোমায় হাজার চুরাশির মা
No comments:
Post a Comment