Monday, October 9, 2017

ঘন্টি


ভেবেছিলাম তোমার শরীরের স্পষ্ট আকাশ
আরো স্বচ্ছনীল হয়ে ভেসে উঠবে
বাহা শাড়ির জমকালো আচ্ছাদন  ছিঁড়ে বেরিয়ে পড়বে বিস্ফারিত ভূগোল

এই কাশের মেলায় উজ্জ্বল দোলা চাই
তোমার জীবনার্ত বিভঙ্গে
পিপাসা মেটাবার মিনারেল জল যেমন শোভন শোকেসে সেজেগুজে থাকে

তুমি  তেমন হলে
বুকের মধ্যে অদৃশ্য ঘন্টি
করুণ শাস্ত্রীয় সুরে
বেজে যাবে বেজেই যাবে

No comments:

Post a Comment