Monday, October 30, 2017

বার্তা



সাঁকোটা না নাড়ানোর জন্যে বাতুলকে অনুরোধ করাও এক অর্বাচীন প্রগলভতা ৷

সার কথা, এতে মনোরোগীর জাগরণ ঘটে অপকর্মটি করার জন্যে ৷তা তার কাছে উল্লাসও বটে ৷

সেই সাঁকোতে পা রাখার আগে জেনে নেওয়া যেতে পারে তার নির্মানশৈলীর প্রকৌশলগত সততার উপকথা ৷

যথাযথ প্রকরণ না মেনে কিংবা আস্থাব্যঞ্জক খসড়াবিহীন যে কোন প্রকল্প হুমড়ি খেয়েই পড়ে ৷
সে সময় কাগজ-কলম আর হাজার ক্যামেরার ফ্ল্যাশ সমস্ত সৎ প্রতিবাদী কণ্ঠকে পুরো অসহায় করে দেয় ৷

শূন্যের উপরের নির্মানকে বার বার নিরস্ত করেছেন পল্লীবাউল ৷

আটঘাট বেঁধে লড়াইয়ের এও এক ব্রাত্য বার্তা ৷

No comments:

Post a Comment