Thursday, March 29, 2018

হো রি


হৃদয়ের রঙে ডোবে হোলির পিচকিরি
আবির কুমকুমে মুষ্ঠি পিরিতি পাততাড়ি

রাঙাবাঁশি প্রিয়নামে ডাকে গোপীজনে
নৌকাডুবি আজ সই যমুনার গহনে

কৃষ্ণের চাতুরি গুণে আবির পরাগ
রাধিকার সম্ভ্রম রাখে ঋতুরক্তরাগ

সেই তো পুরুষ ঢাকে পরমার লাজ
প্রকৃতির বুকে ছোঁড়ে ফাগ ফুলসাজ ৷

Thursday, March 15, 2018

ও চাঁ দ

কে যেন এসে বললো
আমাদের নারকেল গাছের পাতা ধরে
ঝুলছে ভরাট চাঁদ

আমার লোভ হলো
আমি দেখতে গেলাম তোমার উন্মুক্ত ঐশ্বর্য

দেখলাম তুমি আবির ছড়িয়ে দিচ্ছ বসতঘরে

আমি তোমাকে ফাগে রাঙাতে গিয়ে দেখি
কে যেন আগেই তোমার গাল ছুঁয়ে
রাঙিয়ে গেছে তোমাকে

আমার ভীষণ হিংসে হলো

আমার আগে কে রাঙালো তোমাকে, ও চাঁদ

Friday, March 9, 2018

ঘ র

কোন কোন ঘরের নিজস্ব সৌন্দর্য রয়েছে
যেমন থাকে দক্ষিণের জানলা
আর উত্তরের শিউলি ফুল

সে ঘরে আমার শ্বাসকষ্ট হয় না
সে ঘর ভাঙার প্রস্তাব দিই না আমি

অথচ ঘর ভেঙে যায়
নিত্যের নিয়মে