Thursday, February 28, 2019

দা গ


মেঠোপথে প্রান্তরেখা ছোঁবার পরপরই
হাতছানি দেবো ভেবে রেখেছি মনে মনে
যখন চোরাই নুপূর বেজে উঠবে উদোম ফাঁকামাঠে
তার কী সময় হবে উনুনআঁচ ফেলে রেখে দিগন্তে দৌড়ুবার

ঘর ছেড়ে যাবার আগে পরিপাটী রাখতে হয় সবকিছু
যাতে কোনো পরকিয়া দাগ না লেগে থাকে  ভুল করেও৷

যে আহ্বান সারারাত জেগেছিল
আন্তর্জালের বুননবন্ধনের ফাঁসে
সজল প্রভাতে তারে দিলাম
সকালিক ভ্রমণে পৌঁছে যাক
তোমার সিদ্ধি আশ্রমের স্টপেজে

Monday, February 11, 2019

শান্তিবন


একটা নিঝুমকথকতার তপোবন যেন কোথাও খুলে দেওয়া হয় পরিযায়ী পাখিদের জন্যে ৷

চারিদিকে এতো আঁধার, সিঁদুরের গড়াগড়ি, এতো হননউল্লাস বাতাসে বাথানে ৷

বুকের ওপর পাথরবর্ম, হাহুতাশ ছাড়া কিছু নেই পাওয়ার

অথচ দেখো ঊষাযাত্রার সামনাদ কিংবা সাঁঝবাতির কোমল আলো নীরবে ছড়ায় শান্তির ওঙ্কার

প্রতীক্ষাপথ কবে অন্তিম প্রান্তে তার শেষ বিন্দু রেখে যাবে
যেখানে এক স্বচ্ছ ফলকে লেখা থাকবে 'শান্তিবন' ৷
আমাদের শেষ প্রার্থিত স্টেশন ৷