Saturday, February 6, 2021

আত্ম অনুভব

মাঝে মাঝে কিছু উইশ আসে' স্যার, আমি আপনার ছাত্র/ছাত্রী ৷ কেমন আছেন ৷অনেকদিন দেখি না ৷ অনেক দূরে আছি স্যার ৷বাড়ি যাওয়া হয় না ৷ ভালো থাকবেন স্যা র৷' এ ধরনের আরো কুশল বাক্য ৷ কারো চেহারাও মনে করতে পারি না ৷ তবু মনে হয় এসবই যেন আমার সন্ততির কন্ঠস্বর ৷ নস্টালজিক বার্তা ৷ ভারি হয়ে আসে নিঃশ্বাস ৷ আমারই যদি এমন হয়, কেমন অনুভব করেন তাদের আত্মজনেরা ৷ ফেলে আসা পেশাটায় যেমন তৃপ্তি আছে, স্বীকৃতি আছে তেমনি একটা অন্তর্দ্বন্দ্বও রয়েছে ৷রয়েছে বিরহকাতরতা বহুজনের সাথে ভাগ করে নেবার ৷ আর এই অনুভব আমার সৃষ্টিতেও আসে ৷