Thursday, July 16, 2020

বাঁ ধ ন

অণুগল্প

বাঁধন

এয়ারপোর্ট ৷সিকিউরিটি জোনে ঢুকে যাবার মুহুর্তে ছোট্ট শিশুটি দাদুর কোল থেকে কিছুতেই নামতে চাইছে না ৷ অনেক কষ্টে শিশুটির মা অর্থাৎ ভদ্রলোকের মেয়ে শিশুটিকে ছাড়িয়ে নিয়ে ভেতরে ঢুকে গেলো ৷ পুরোটা জায়গায় ফাইবার গ্লাসের বিভাজন ৷কাজেই একে অন্যকে দেখছে ৷কোলের শিশুটা বারবার দাদুর দিকে তাকাচ্ছে ৷আর মুখে অদ্ভুত শব্দ করে মার কোলে ছটফট করছে ৷ বোর্ডিং পাস নেওয়া এবং প্রথাগত কাজ সারার পর শিশুটির মা শেষবারের মতো বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্যে পার্টিশানের কাছাকাছি এসে দাঁড়লো ৷ ভদ্রলোক পার্টিশানে হাত রেখে নাতিকে ডাকছেন, দাদু,দাদু়়়়়়়়৷ কিন্তু কথা তো ওপারে পৌঁছুচ্ছে না৷ বাচ্চাটা কাঁচের দেয়ালের ওপারের দাদুর হাতটা ধরতে চাইছে ৷ ছুঁতে পারছে না ৷নিষ্ফল আক্রোশে আঘাত শুরু করছে কাঁচের দেয়ালে ৷ ঠাট়়়়়়়ঠাট়়়়়়়়়ঠাট়়়়়়়৷এই শব্দে ভদ্রলোকের বুকের দেয়ালেও যেন আঘাত হচ্ছে থাক়়়়়়়থাক়়়়়়়থাক়় ৷ভদ্রলোক ফাইবারের দেয়াল হাতড়ে নাতিকে ছুঁতে চাইছেন ৷ ওদিকে বিশাল গর্জন করে একটা বিমান রানওয়ে স্পর্শ করলো ৷

Sunday, July 12, 2020

জ্ব র

জ্বর 

অশোকানন্দ রায়বর্ধন

মাথুরকাঙাল ভাষায় খুলে দেওয়া সব কাঁটাবিষ
ঝরনাপ্রবণ  উচ্ছ্বাসে ঝাঁপ দেবার আদিসূত্র
ভাইরাল জ্বরে আক্রান্ত হলে কবিতাও বুঝি থমকে যায়
 
প্রেমের জন্যে জ্বর হলে দেখি কবিতার বাড়বাড়ন্ত