Saturday, October 31, 2020

নী ল চাঁ দ

নীল চাঁদ

অশোকানন্দ রায়বর্ধন

ভোরের আজানের ধ্বনির আগেই 
আকাশের পশ্চিম প্রান্তের সিঁড়ি বেয়ে
নেমে যায় কোজাগরীক্লান্ত নীল চাঁদ ।

পুরোনো ধাবার পাশে বহুকাল ধরে 
পড়ে থাকা মালিকবিহীন নষ্ট গাড়িটির সারা শরীরে
আগাছা আর জঞ্জালের সাম্রাজ‍্য ।
ক্রমশ বিলীন হয়ে যায় তার নম্বরপ্লেট,
এই অরণ‍্যসংকুল সময়ে পরিচয় হারিয়ে যায়,
যেমন এই নিরেট গাড়িটির জঞ্জালের আড়ালে
দুর্বল হয়ে পড়ে যেন ব‍্যক্তি ও স্বদেশ।

দুঃসময়ে যার নিবিড় লালনের আশায় থাকে
পরিযায়ী কিংবা প্রতারিত মানুষ।
তারাও যাজকের অদ্ভুত হাসিতে মায়াজাল ছড়ায়,
দুখি ও পেটখোলা মানুষের স্বপ্ন ভাঙে ।
বেতালা কাঁসা ঘন্টার বেয়াড়া আওয়াজে
তাতে কী আর উপোসী পেট ভরে ?

Wednesday, October 28, 2020

কা লো মে য়ে

কালো মেয়ে

অশোকানন্দ রায়বর্ধন

আলোরাতের কালো মেয়ে লো  হৈমন্তী ঘ্রাণ তোর গায়ে 
কুয়াশার দীঘল রুমালে তুই  রেখেছিস জড়ায়ে

 লিপিদাগ শীতের আমন্ত্রণের  বিরল টেরাকোটা
লিখেছিস অমোঘ আখরে কালোবরণ ফোঁটা

যতোই জানি তোর ঠিকানা এই যে আঁধারমায়াগলি 
ততোবারই ভুলে যাই আমার কষ্ট গেরস্থালি

  এত কাল অবলীলায় মেখে নিলি তুই অঙ্গে
 তোর আলো বিলিয়ে দিলি তোর রূপটানেরই সঙ্গে ৷
মুগ্ধ

অশোকানন্দ রায়বর্ধন

তুমি সবখানেতেই দেয়াল তোলো
লজ্জাবতী ছোঁয়ার বারণ
বেলা-অবেলায় আমার ভালোবাসা
তুমি চাও অকারণ ।

তোমার বুকের ভেতর রক্তক্ষরণ
তাও কী আমার দায় ?
তোমার ইঙ্গিতে উঠব আর বসব
আমার এমন মোহ, হায় !

বা তা স

বাতাস

অশোকানন্দ রায়বর্ধন

নদীরেখা বরাবর যে পর্যটনক্ষেত্রের সংকেত
তার পাশেই থাকে প্রাদেশিক অশ্বশালার ফসিল
নিঃস্ব ধাবার নির্জনতা থেকে যে বাতাস আসে
তা কোনো একান্ত যুগলের পরিতাপ নেভায়না ।

আদিম সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই
আগুনে হাত সেঁকে নেওয়ার রীতি রেওয়াজ ছিল
এখন বিজয়ীজন গণরায় শেষ হলেই
দস্তানায় লেগে থাকা সমস্ত প্রতিশ্রুতি ধুয়ে মুছে ফেলেন

আর্ত জনপদ থেকে গুমরে ওঠা হা-হুতাশ
দিনযাপনের ব‍্যস্ত ঘূর্ণনে একঘেয়ে মরসুমি সুতো ।

Sunday, October 18, 2020

কো। জা। গ রী

কোজাগরী

গৃহী বাউল হয়ে ভদ্রাসনের চৌকিদারী 
 সন্ততিরা চৌকাঠ ডিঙিয়ে ভুবনগঞ্জের মাঠে
ওরা আকাশ দেখে আর ইমারত গড়ে আকাশসমান ৷
 হাতের মশাল নিবিয়ে রেখে বিলীয়মান ধোঁয়ায়
তাৎক্ষণিক চিত্রকথায় ভেসে যায় ভাঙা অতীত

সমস্ত দায়ভার স্বর্ণকুম্ভে তুলে নেওয়ার জন্যে
জীবন বাজি রাখেন সুন্দরী কমলা আজীবন
 তার কোনো নথিবদ্ধ ইতিকথা লেখা হয় না

কে জাগে?  তোমরা জাগো কী আগামীর মহীরুহ যতো সব?
কে জাগে?  জাগে শুধু রক্তের ধারা, ভুলে বিত্ত ভুলে বৈভব