Monday, February 6, 2017

জনজাতির পুরাকথা

খুমপুই থেকে সিকামনুকতাই
হারাধন বৈরাগী
একটি অন্যপাঠ:অশোকানন্দ রায় বর্ধন
এক নতুন ধারায় জীবনকে ছুঁয়ে দেখা ৷ কথাসাহিত্যোর বুননে নতুন বাকশৈলী ৷ হারাধন বৈরাগীর নতুন গদ্যগ্রন্থ 'খুমপুই থেকে সিকামননুকতাই' তার সারা শরীরে আদিবাসীর কোমরতাঁতে সযত্নে বোনা গাত্রবস্ত্রের মতো মিথের অলঙ্কারে ভরে দিয়েছেন ৷ ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা পার্বত্য এলাকা পরিদর্শন করতে বেরিয়ে সেখানকার পাহাড়-নদী-জনপদকে কেন্দ্র করে উপজাতীয় জনগণের মধ্যে প্রচলিত রূপকথা লোককথাগুলোকে তুলে এনেছেন একেবারে ধুলো ঝেড়ে ৷ কোনরকম গবেষণাধর্মী ব্যবচ্ছেদের মাধ্যমে কেতাবি পরিবেশনা এড়িয়ে একেবারে জৌলুসহীন ঘরোয়া ঢঙে এগিয়ে নিয়ে গেছেন তাঁর ভাষ্য ৷ সেইসঙ্গে জনজাতীয় জীবনচিত্রটি অনুপুঙ্খ তুলে ধরেছেন ৷ খুব ঘনিষ্ঠ অবলোকন না হলে, এ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে না মিশে গেলে এভাবে মাটির কথা তুলে আনা সম্ভব নয় ৷ এই জীবনধারাকে ভালোবেসেই লেখক হারাধন বৈরাগী এই মরমি সৃজনের সফল রূপকার ৷ লেখার মুন্সিয়ানায় পাঠক পৌঁছে যাবেন কখনো আধিভৌতিক জগতে, কখনো পরাবাস্তবের সংসারে কিংবা কখনো ঐন্দ্রজালিক আলোছায়ার জগতে ৷
কথা ও উপকথার এক অপূর্ব যুগলবন্দী এই সৃষ্টি অনুরাগী পাঠকের মননে নতুন ও স্বাদু সংযোজন ঘটাবে নিঃসন্দেহে ৷
শ্রোত প্রকাশনা।
----------------------------------
পাওয়া যাবে স্রোত প্রকাশনার স্টলে

No comments:

Post a Comment