Sunday, December 30, 2018

কুম্বলা/কুম্বুলা, একটি লৌকিক শব্দ

রান্নাঘরের একপাশে জলের কলসি রখার স্থান ৷ মূল শব্দ 'কুম্ভস্থল' ৷ কুম্ভস্থল>কুম্ভথল>কুম্ভঅল>কুম্ভল>কুম্বল>কুম্বলা/কুম্বুলা এইভাবে পরিবর্তিত হয়েছে শব্দটি ৷ গ্রামাঞ্চলে এখনও রান্নাঘরের একপাশে এই জিনিসটি দেখা যায় ৷ এটি মাটির তৈরি উঁচু বেদীবিশেষ ৷ অনেকটা তুলসীবেদীর মতো ৷ তবে ধারের দিকে কোনো ধাপ থাকেনা ৷ সরাসরি উপরের দিকে উঠে যায় ৷ বেদীর গোড়ার দিক থেকে উপরের দিকটা কিঞ্চিৎ সরু ৷ উপরিতলটা দেখতে অনেকটা উল্টো করে রাখা জলচৌকির  চারটে পায়ার মতো খাঁজ করা ৷ পর পর গড়ে তোলা লম্বা বেদীর এই খাঁজগুলোতে কলসি সাজিয়ে রাখা হয় ৷ একসময় এই মাটির বেদীর দেয়ালে নক্সা করেও রাখা হত ৷ উল্লেখ্য এই কুম্ভস্থল নোয়াখালি, চট্টগ্রাম অধ্যুষিত জনপদেই পরিলক্ষিত হয় ৷ বর্তমানে এই ব্যবস্থা অবলুপ্তির পথে ৷ এটাও আমাদের লৌকিক ঐতিহ্যের নিদর্শন ৷

No comments:

Post a Comment