Monday, October 28, 2019

আর্ষপ্রয়োগ শব্দের অর্থ

ঋষি শব্দের বিশেষণ আর্ষ ৷ সাহিত্যক্ষেত্রে স্বনামধন্য কবি-সাহিত্যিকগণ ঋষিতুল্য ৷ তাঁদের রচনায় তাঁরা যদি কোনো ভুল করেন তাকে মেনে নিয়ে বলা হয় 'আর্ষ প্রয়োগ' ৷  'তাইতো তোমায় শুধাই অশ্রুজলে' ( রবীন্দ্রনাথ)  অশ্রুজলে শব্দটি আর্ষপ্রয়োগের উদাহরণ ৷

No comments:

Post a Comment