Saturday, February 29, 2020

'কুম'

    'কুম' গভীর খাত অর্থে ৷ 'কুম্ভ' থেকে কুম ৷ কলসি আকৃতির নদীগর্ভ থেকে এই নামের উৎস ৷ পুকুরে বা জলাশয় কলসি ডুবিয়ে যখন জল সংগ্রহ করা হয় সেসময় কলসির মুখ ছোটো থাকায় জল অনেকটা কুন্ডলী পাকিয়ে কলসিতে প্রবেশ করে ৷ প্রবেশমুখ ছোটো থাকায় এবং ভেতরে অনেকটা বিস্তৃত জায়গা থাকায় দ্রুত জল অপসারণের কারণে এ অবস্থার সৃষ্টি হয় ৷ নদীগর্ভেও ভূতলে যদি গভীর কোনো গহ্বরের সষ্টি হয় সেখানেও নদীর জল দ্রুত নিচের দিকে নামার কারণে উপরে জলঘূর্ণির সৃষ্টি হয় ৷ এই জায়গায় নদীর গভীরতা বিশ-ত্রিশ হাত বেশি হয় ৷ এইজাতীয় জায়গাগুলো বিপজ্জনক ৷ জলের পাকে পড়ে মনুষ্য, গবাদি পশু ও নৌকাডুবি ঘটে থাকে ৷ মঙ্গলকাব্যখ্যাত 'কালীদহ' এইধরনের খাতের উদাহরণ ৷

No comments:

Post a Comment