Saturday, April 25, 2020

ডিটান

Dibyendu Nath  এমন কিছু বাক্যাংশ বাশব্দগুচ্ছ যা বিশেষ অর্থে ব্যবহার করা হয় ৷ অর্থাৎ যিনি কথা বলছেন তাঁর কথার প্রতি শ্রোতার নজর কাড়ার জন্যে, কথাটার গুরুত্ব বোঝাবার জন্যে এই বিশেষ বাক্যাংশ বা শব্দগুচ্ছ কথার সঙ্গে জুড়ে দেওয়া হয় ৷ সেই অনুযায়ী 'দৃষ্টিআনয়ন' শব্দ থেকে 'দিঠি আনা',  দৃষ্টির 'দিঠি' রূপটি পদাবলি সাহিত্যে আছে 'এক  দিঠ করি ময়ূর ময়ূরী কন্ঠ করয়ে নিরীক্ষণ' ৷ তা 'দিটান'>ডিটান শব্দটি রূপান্তরিত হয়েছে ৷ 'ডিট' শব্দটি যে সিলেটিতে দৃষ্টি বোঝায় তার উদাহরণ হল, সংস্কারবশত আমরা বলি,'অবায় চাইছনা ৷ 'ডিট' লাগবো ৷ এই 'ডিট লাগা' মানে নজর লাগা ৷

No comments:

Post a Comment