Wednesday, October 28, 2020

বা তা স

বাতাস

অশোকানন্দ রায়বর্ধন

নদীরেখা বরাবর যে পর্যটনক্ষেত্রের সংকেত
তার পাশেই থাকে প্রাদেশিক অশ্বশালার ফসিল
নিঃস্ব ধাবার নির্জনতা থেকে যে বাতাস আসে
তা কোনো একান্ত যুগলের পরিতাপ নেভায়না ।

আদিম সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই
আগুনে হাত সেঁকে নেওয়ার রীতি রেওয়াজ ছিল
এখন বিজয়ীজন গণরায় শেষ হলেই
দস্তানায় লেগে থাকা সমস্ত প্রতিশ্রুতি ধুয়ে মুছে ফেলেন

আর্ত জনপদ থেকে গুমরে ওঠা হা-হুতাশ
দিনযাপনের ব‍্যস্ত ঘূর্ণনে একঘেয়ে মরসুমি সুতো ।

No comments:

Post a Comment