Tuesday, June 29, 2021

কবি হারাধন বৈরাগির বংশপরিচয় পেয়ে

মারাঠিদের একটা গোষ্ঠী সাত হাত লম্বা কম্বল ও বর্শা নিয়ে অভিযানে বেরুতেন ৷ এই বর্শাকে মারাঠি ভাষায় 'বার্গির' বলা হত ৷ তারই অপভ্রংশ 'বর্গি' ৷ অষ্টাদশ শতাব্দীতে তাঁরা বাংলায় দফায় দফায় লুঠতরাজ চালিয়েছিলেন ৷ বাংলা ছড়ায়ও পাই 'খোকা ঘুমাল পাড়া জুড়াল, বর্গি এল দেশে / বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে' ৷ রায়গুণাকর ভারতচন্দ্রও লিখেছেন, 'স্বপ্ন দেখি বর্গিরাজ হইল ক্রোধিত' ৷ আপনার পারিবারিক ইতিহাস বর্ণনায়ও সেই ঘটনার ধারাবাহিকতা রয়েছে ৷ অামাকে বিস্মিত করেছে দীর্ঘ দুশো সত্তর-আশি বছরের ইতিহাস ( 1741—1751)বছরের ইতিহাসকে বহন করে চলেছে আপনাদের বংশলতিকা ৷ এটি ইতিহাসের অমূল্য সম্পদ ৷ কুর্নিশ আপনাদের পূর্বপুরুষদের ৷ আর আপনি এই প্রজন্মে এসে কম্বল ও  বর্শা ছেড়ে জাত বর্গি যোদ্ধা থেকে ঝোলা, মালা ও তিলকধারী অহিংস বৈরাগি হলেন ৷ হা হা হা ৷ পড়ে ভালো লাগল আপনার বংশপরিচয় ৷ ভালো থাকবেন ৷

No comments:

Post a Comment