Monday, August 23, 2021

শা। ন্তি। পা। ঠ

শা  ন্তি  পা  ঠ

অশোকানন্দ রায়বর্ধন

এই কদিন আগে হাতে পরিয়েছ যে রঙিন রাখি
তার বাঁধন এখনো শক্ত হয়ে কব্জিতে আঁটা আছে
এখনো তার উপর থেকে খসে যায় নি ছড়ানো চুমকির
উজ্জ্বল কণাগুলো ৷ তোমার চোখের মণির মতো যেন
অথচ দেখি রাজপথে রক্ত ৷ আগুনের লেলিহ উল্লাস ৷
তবে কী আবার প্রাচীন শকুন উড়ছে নিবিড় জনপদে 
আবার কী ভাঙনের তোলপাড়? অবিশ্বাসী বায়ুর শ্বাস
বিপরীত গতি নিয়ে তছনছ করার মহড়া দিতে চায়?   

যে শুভ মোমের রক্তিম শিখায় আমরা আঙুল পুডিয়েছিলাম
একদিন ৷ আর আমাদের শপথ ছিল প্রীতির ও প্রিয়
প্রণয়ের ৷ শান্ত জনপদে কী দামামার তুমুল শব্দ আবার 
বেজে উঠেছে ৷ প্রতিধ্বনিতে ফিরে সব কিসের হুল্লোড়?

হাত বাড়াও হে সখা, বন্ধু ও সাথী, গ্রামে ও পাহাড়ে
এ শান্তিপুরে আর যেন না ওঠে স্বজনহারার কান্না
অবিশ্বাসের মেঘ যেন না করে ভারি আমাদের আকাশ ৷
এসো, আমরা আবার ঐকতানে মেতে উঠি সবাই ৷

No comments:

Post a Comment