Tuesday, October 19, 2021

কালো দলিল

কালো দলিল

অশোকানন্দ রায়বর্ধন

সময়ের চাকার সাথে সাথে বদলে যাবার কথা
আদিম ধারনা, পুরোনো পোষাক । 
আধুনিকতা আসবে
কলাপাতার নবীন রঙে ।

 লোকায়ত সব তহবিলের থাকেনা 
কোনো চাবি কিংবা আলতারা
অথচ সেইসব পুরোনো গোষ্ঠীযুদ্ধ 
জিনগত পাপের মতো 
মননে গেঁথে থাকে ।

সেইসব ঘুমন্ত কীটকুল  চাড়া দিয়ে ওঠে
অজানা গুজবের অন্ধ আবেগে ।
মধ‍্যযুগের পাতা ছিঁড়ে খুঁড়ে 
ওড়ে কালের বাতাসে ।
মানুষের বিবেক তখন আবার অমানুষ হয় । 
আর এক কালো দলিল সংখ‍্যায় বাড়ে ।

No comments:

Post a Comment