Thursday, December 30, 2021

সনন্ধিমুহূর্ত

সন্ধিমুহূর্ত
             
           তীব্র হুল্লোড়, পটকা আর বাদ্যগর্জনে ভেঙে যাচ্ছে নৈশনিরবতা ৷ ক্রমান্বয়ে সন্ধিক্ষণের দিকে এগোচ্ছে রাত ৷ শেষ নির্যাস নেবার জন্যে নোঙর খুলে দেওয়া হয়েছে ৷ কালের জাবেদা খাতায় এই বিভাজনের কোনো বুকমার্ক নেই ৷ তবুও ক্ষণজীবী মানুষেরা অপসৃয়মান সময়ের সিঁড়িতে দাগ রেখে দেবার জন্যেই করে এত আয়োজন,  এই বোধন ৷ সুখের অতীত আর আশার আগামীর মাঝে একটু আনন্দ আস্বাদনের নিষ্কলুষ প্রয়াস ৷ পেছনের ছায়াপথে চুম্বনচিহ্ন রেখে সামনের নীহারিকার বুকে ঝাঁপিয়ে পড়ার প্রত্যয় যেন চলমান মুহূর্তকে প্রাণবন্ত করে তুলতে উৎসুক ৷

এক একটি অনাগত পল তাই আগামী আনন্দরাগের প্রাকবয়ন ৷ সন্ধিপুজোর দিকেই যেন আমাদের মার্চ-পাস্ট ৷ পায়ে পায়ে এগিয়ে যাওয়া একাত্ম এলাকায় ৷

No comments:

Post a Comment