Monday, April 18, 2022

কর্কটক্রান্তিতে জীবন

কর্কটক্রান্তিতে জীবন

কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে আমি দক্ষিণে চলে যাই ।
দক্ষিণের শীতল হাওয়া উত্তরে বয়ে আসে ।
আমার দক্ষিণের ঘরদোর সবার জন্য খোলা থাকে ।
আকাশের নক্ষত্র আর নীল জ্যোৎস্না চিরকাল এক মায়াবী আলো 
ফেলে যায় আমাদের ভেজা উঠোনে ।

সন্ধ‍্যার সারস্বত আঁধার জমে ওঠে ভালোবাসায়
কিশোর কিশোরী যেমন ফুল কুড়ায় কুয়াশামাখা ঘাসের বুক থেকে–
তেমনি সব শব্দপাগল শব্দের ফুল নিয়ে ছোটে মাঠময় ।

অভয়ারণ‍্যের নাম কেন তৃষ্ণা হয় ?
 কেন অনন্ত পিপাসায় ফাটে বুক জীবনের জন‍্যে ? 
সেকি অভয়ের খোঁজে ফেরে মৃগনাভি নিয়ে ?

সেই খোঁজেই এরা সব আকুল হৃদয় ।
যে হৃদয় নিয়ে শবর তরুণী ছবি টিলার আল্পনায় চোখ রাখে
আর উন্মোচিত হতে দেখে জিনগত অস্ট্রিক শিল্প 
যে শিল্পের লোককথা সে শুনেছে তার মায়ের কাছে ।

আমাদের প্রান্তিক এই  শহরের তরুণ তরুণীর ভিড় 
এক আশ্চর্য বার্তায় ছড়াবে জীবননগরের মানচিত্র ।

No comments:

Post a Comment