Sunday, November 12, 2017

কলরব

উচ্চকিত কন্ঠ যদি ঠেকে গিয়ে পাহাড়ে

পাহাড় ফিরিয়ে দেয় প্রতিধ্বনি করে

দোসর জুটিয়ে স্বর দশদিক ঘিরে

আওয়াজ বিদ্রোহী হয় সম্মিলিত স্বরে

ওরা কেমন প্রাণ শব্দ সয় না

ধ্বনির উৎসে দেয় অতর্কিত হানা

স্তব্ধ করে টুঁটি টিপে পাশব উল্লাসে

সত্যবাচী স্বর তাই রক্তনদে ভাসে

তবুও সাহস করে জাগে কলরব

মিছিলে ধ্বনিত হয় আসন্ন বিপ্লব ৷

No comments:

Post a Comment