Sunday, November 12, 2017

নিদকুমারীর প্রতি



আয়নামহলের রাজকন্যের সাংকেতিক বার্তা
দূরপ্রান্তরের দুয়োরানির মাণিকের পৈঠায় পৌঁছুলে
টিপরাই বাঁশিতে সুর ওঠে জাদুকলিজার

মহলের পালঙ্কে কী বিরহী কন্যে ঘুমে অচেতন থাকে
সোনার কাঠি আর রূপোর কাঠির রূপকথা সূত্রে? 

কে সে?  কোন দানোটা ঘুম পাড়িয়ে রাখে আরশিনগরের একাকী মেয়েটার?

এইসব ভেবে ভেবে টিলার ওপরের টংঘরের নিষাদসন্তান
তার বাঁশিতে নতুন সুর বেঁধে হওয়ায় ভাসিয়ে দেয়
মহলবন্দী রাজকুমারীর ঘুমভাঙানোর গান ৷

আঁধারগড় চুরমার করে ভোরের হাসিকে সঙ্গী করে
সেই গান পৌঁছে যাবে ঘুমকুমারীর নিদমহলে ৷


*  ' জাদুকলিজা ' ত্রিপুরার বরক জনজাতির নিজস্ব সঙ্গীত ঘরানা ৷

No comments:

Post a Comment