Wednesday, February 21, 2018

সেনানায়ক



তোমার হাতে ধরা মশালের আলোয় / এতোকাল তো পথ চলে এসেছি ৷ / এগিয়ে যেতে যেতে সাবলীল হয়ে গেছে /   মিছিলের পায়ের নিয়ন্ত্রিত দাগ ৷ / মশাল হয়ে যায় সূর্যোদয়ের আবির ৷ /  বুকের ঘুমানো স্বপ্ন ভোরের আলোয় জেগে ওঠে ৷ /

চিরচেনা মশালের আলোতে পথ চলতে গিয়ে /  মাঝে মাঝে নেমে আসে আকস্মিক বিপর্যয় ৷/ দমকা হাওয়া ছুটে আসে প্রান্তর বরাবর /  যেখানে দলে দলে  স্বপ্নীল মানুষ ভোরের আশায় / রাতের সমুদ্র পাড়ি দেয় সংঘবদ্ধ প্রেরণায় ৷/

বাতাসের কাঁপনে যখন দুলে ওঠে মশালের শিখা / তোমার বাবরি চুলের প্রত্যয়ী আন্দোলনের মতো / লড়াকু মিছিলেও তখন দুর্বার সাহস ঢেউ খেলে যায় ৷ / গর্জে ওঠে হাজারো জনতা তোমার গানে / আর নিমেষে ছুঁড়ে ফেলে দেয় ভয়ের অশনি ৷/  জ্বলে ওঠে চোখের ফসফরাস বারুদের মতো ৷/

আজ পশ্চিমের প্রান্তরে যে ঝড়ো সংকেত / যে তীব্র ঝড়ে ওলোট পালোট মহামিছিলের গতি / ছিঁড়ে ফেলছে মালা ও বিশ্বাস ৷সেখানে তোমার /  আগুনের বীণ যেন বেজে ওঠে আরো একবার / সংলাপে যেন সংহতির কথা হয় উচ্চারিত ৷

হাজারো ভীরু বুকের কাছাকাছি থেকে  আর / পায়ে পা মিলিয়ে মাটিকে যদি আঁকড়ে ধরি / তোমার গান আর তসবির যদি সাথে থাকে / জয় আমাদের মুঠোয় আসবে একদিন /  সে স্বপ্ন নিশ্চিত হে কবি ও সৈনিকশিরোমণি ৷

No comments:

Post a Comment