Sunday, February 25, 2018

বি স র্জ ন

ও পথ দিয়ে কদিন যাব না আর
একা দাঁড়িয়ে থাকবেন রবীন্দ্রনাথ
আমাদের মাথার ওপর ছায়া বিছিয়ে দিলেও
ঝড় জলের হাত৷থেকে মুক্তি নেই
তাঁর

ও পথ দিয়ে কদিন যাব না আর
সারি সারি চালাঘরের নিভৃত দীর্ঘশ্বাস
বইয়ের পাতা, শূন্য পেটি, ছেঁড়া চট
বিরহী তাক,খদ্দেরের আশায় দাঁড়ানো
ফ্ল্যাক্সের জৌলুশ গুটিয়ে ঝুলে থাকা
মনকে বাউল করে দিয়ে যে চলে যায় মেঠো আল ধরে ৷

ও পথ দিয়ে কদিন যাব না আর হাজারো অচেনা তরুণীর পায়ের ধুলো
বয়ফ্রেন্ডের কাঁধে হাত রেখে তোলা সেলফি
ভয়হীন ঘোষণার সুযোগ সোস্যাল সাইটে
নির্বাক শব্দ নিয়ে খুঁজবে কবিতার খাতা

ও পথ দিয়ে কদিন যাব না আর
আই জি এমের দেয়াল থেকে যেন
হাজার কোলাহলকবিতা তীব্র প্রতিধ্বনিতে
ফিরে আসবে উমাকান্তের ফাঁকা মাঠে
শুধু মোড়ের ট্রাফিক পুলিশ কদিনের চঞ্চলতা ভুলে
স্থবির হয়ে প্রাণায়ামের সুযোগ পাবে

ও পথ দিয়ে কদিন যাব না আর

No comments:

Post a Comment