Friday, April 13, 2018

বি রা ন

প্রতিটি স্নিগ্ধ সকালের গচ্ছিত রাখি আমার দৈনন্দিন সুখ ৷ পাহাড়ের গ্রীবার কাছে আমি মুখ রেখে সকল পংক্তি সাজাই কাব্যিক আকারে ৷ সেতুবন্ধের যে গান রচনার কথা ভেবে সাজাই কাগজ ও কলম, সেতুভঙ্গে ছিন্ন হয় দুপারের ভালোবাসার জড়োয়া অলঙ্কার ৷ স্বপ্নভাঙা  নদী বেয়ে জল যায় মহামিছিলের মতোন ৷ আর দুখি মানুষজন লুকিয়ে চুরিয়ে অশ্রু মিশিয়ে নোনা করে জল ৷ আমিও নোনাজলে স্নান করে বিবর্ণ হই ৷

আমার গীতল কথামালা ছন্নছাড়া পোড়া টিলার মতো আগামী জুমফসলের আশায় বিরান হয়ে যায় ৷

No comments:

Post a Comment