Tuesday, August 7, 2018

বাইশে শ্রাবণ

ফিরে এল সেই রিক্ততার বক্ষ দীর্ণ করা অশ্রুবিধৌত ক্ষণ , মহীরুহকে হারানোর দিন , বাইশে শ্রাবণ । এ দিনটি আমাদের শুধু বেদনায় আপ্লুত করে না ,আমাদের অন্তরে প্রাণের পরশও দেয় , নতুন জীবনের উত্সাহ সঞ্চার করে ।  নিদারুণ দুঃখরাতে মৃত্যুঘাতেও আমরা বিচলিত হই না । যাবতীয় ভয়-ভীতি , হতাশা-নিরাশা , যন্ত্রণা ও দ্বিধা-দ্বন্দ্বকে অতিক্রম করার সঞ্জীবনী মন্ত্র পাই । চিরায়ত নিয়মে বাইশে শ্রাবণে রবীন্দ্রনাথকে না পেলেও তাঁর মননকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি । তাঁর রেখে যাওয়া সৃষ্টির মধ্যে ফিরে ফিরে পাই কবিকে । ' তোমায় নতুন করে পাব বলে, হারাই ক্ষণে ক্ষণে/ ও মোর ভালোবাসার ধন ।'

No comments:

Post a Comment