Saturday, August 11, 2018

মানবিকতার মাহেন্দ্রপ্রতীক্ষা

মানবিকতার মাহেন্দ্রপ্রতীক্ষা


নিশিক্লান্ত পাখিরা ডেকে যায় রাতপাহারা শেষে ৷ যেন এক অন্ধজাগরণের সমাপ্তি ৷ আলোর আসন্নমুক্তির মাহেন্দ্রকাল ৷ যার প্রতীক্ষায় থাকে চরাচরের সমস্ত প্রাণী ৷ মধুপবন বয়ে যায় ৷ জেগে ওঠে বৃন্দনাদ ৷ ভুবনবিনিদ্র অন্ধকার মুছে আলোকসুন্দর ঊষাপেখম আকাশমোহনায় বিকীরণবিস্তারে বিমুগ্ধ ৷ পবিত্রতোয়া মেঘের সরোবরে অবগাহনস্নিগ্ধ শরীরে শরীর মেলে ধরে পয়ার ৷ জীবনের সুরুয়াত হয় কৃষ্ণাদশমীর চাঁদসরানো আকাশের অনতিআঁধারে ৷ পয়ার  জুড়ে জুড়ে দীর্ঘ কবিতা ৷ জীবনের মহার্ঘ উপকরণের সম্মিলিত সৌন্দর্য যেন উপছে পড়ে প্রবহমান কালপত্রিকায় ৷ শিউলিপ্রভাত উঁকিঝুকি দেয় বাহিরকার্নিশে ৷

সূর্য জেগে উঠলেই ঊষার উল্লাস ৷ প্রভাত উঁকি দেয় কিশোরীউঠোনে একপ্রান্তে বেড়ে ওঠা লাউডগার গায় ৷ দীর্ঘদেহী বৃক্ষের শরীরে  নিরাপদে বেড়ে ওঠা নবীন লতার মতো সদ্য বউ হয়ে আসা তরুণী বধূ যখন ভোরে উঠে উঠোন ঝাঁট দেয় তার মধুমতী হাতে কাঁকন বেজে যায় ভৈরবী রাগে ৷ তার মায়ের আঁচলের গন্ধ ভেসে আসে বাতাসে ৷ বুকের ভেতর বেদনাকাতর ধ্বনি জমাট হয় ৷ আসলে সকলেই দুঃখ বয়ে বেড়ায় নিজের অন্তরে ৷ বিষাদপাঁচালি আজীবন তুলে রাখা হয় প্রাচীন পুঁথির মতো ৷ প্রতিটি কবিও বিষাদের বর্ণমালা সাজায় বেদনার্ত কলমে ৷ যার যত বেশি বিষন্নতা তার সৃজনও তত নির্জনমুখর ৷ মানুষের দুঃখকে সারিয়ে তুলবার ব্রতকথা প্রতিদিনের পাঠে থাকলেও বেদনামোচনের বিশল্যকরণী নিয়ে শব্দপ্রতিমা গড়া হয়ে ওঠেনা ৷ নিরাময়ের লংমার্চ এগোয় সেই স্নিগ্ধ সকালের দিকে ৷ অনর্গল দৈবকবিতা সার বেঁধে আসে কবির কলমে ৷ প্রাচীন রেণুর মতো আণবিক শব্দ উঠে আসে পূর্বজ সিন্দুক থেকে ৷ মানুষের আঙিনায় প্রিয় হয়ে ওঠেন সুজনপ্রতিম কবি ৷ অক্ষরকপর্দকই হয় তার পারানি ৷

অমোঘজীবন জুড়ে কস্তুরীঘ্রাণ বিলিয়ে  তৃপ্ত হতে চায় না  কোনজন্? আজীবন শুভসংলাপ শরীরের গ্রন্থি থেকে মননের মোহনায় পৌঁছে দেওয়ার জন্যে ধীরে ধীরে দারুপুতুল নির্মান হয় ৷ অগ্নিকার্তুজ কোমলনিষাদের মতো নরম হয় ৷ পুরানো শিকড় কথা বলে ওঠে, প্রিয় ঐতিহ্যের কথা ৷ কাঁচের আলমারি থেকে উঁকিঝুকি দেয় রবীন্দ্রসম্ভার ৷ সেই রচনার পৃষ্ঠায় পৃষ্ঠায় বিশ্বাস মুদ্রিত আছে ৷ ঘোড়সওয়ারের অস্থিরতা যখন সময় ও জীবনকে ধ্বস্ত করে তখনই প্রয়োজন পড়ে প্রাচীনপুরুষের ৷ সমকালের আহত আত্মার বাহক কবি নিশিদিন খুঁজে ফেরে সেই দীর্ঘদেহী আর্যপুরুষকে ৷ মানবতার নিদারুণ লাঞ্ছনায় যিনি শান্তির মরূদ্যান ৷ যিনি এক পরিণত অনন্তমানব ৷

No comments:

Post a Comment