Saturday, October 27, 2018

নদীকথা

বহুদিন দেখিনা এই দৃশ্য ৷ একসময় ত্রিপুরার প্রতিটি নদীপথে এ ছিল নিত্য দিনচিত্র ৷ সাবেক উত্তর ত্রিপুরায় এই পদ্ধতিতে বাঁধা বাঁশের সারিকে বলা হত 'ছুরুঙ্গা' ৷ আগরতলা- উদয়পুর সন্নিহিত অঞ্চলে একে বলা হত 'চালি' ৷ আর দক্ষিণ ত্রিপুরায় বাঁশ পরিবহনের এই পদ্ধতিকে বলা হত 'খাতুনি' ৷

No comments:

Post a Comment