Wednesday, October 3, 2018

জীবনবেদ
এক একটা সূর্য পাততাড়ি গুটিয়ে নিলে পরবর্তী সৌরাভিষেকের কথা মনে আসে ৷
জীবন যতোক্ষণ পদযাত্রা অব্যাহত রাখে ততোকাল শূন্যতা  উপলব্ধ নয় ৷
সামনে থাকে স্বপ্নময় মোহরকুঞ্জ যার অলীক ইশারায় শুধু ছুটে চলা অবিরাম ৷
বিরতি যখন আসে তখন সব সম্পর্কের শেষ, ইতিকথার মৌলিক পর্দা নেমে আসে ৷

জীবন ফুরিয়ে গেলে,  শুধু শরীরটাই পড়ে থাকে স্পন্দনহীন আর সব আসবাব ধুলোয় গড়ায় ৷

No comments:

Post a Comment