Tuesday, April 16, 2019

কিছুক্ষণ আগে বাড়িতে বসে শুনছিলাম ওপাড়ে বাংলাদেশের রামগড়ে অনুষ্ঠিত সভার মাইকযোগে সম্প্রচার ৷ বক্তারা সতেরো এপ্রিল উনিশশো একাত্তরে কুষ্ঠিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলায় ( বর্তমান মুজিবনগর) গঠিত স্বাধীন বাংলা সরকার গঠনের স্মৃতিচারণ করছিলেন ৷ প্রসঙ্গক্রমে আমার জন্মভূমি ভারতের অবদানের কথাও উল্লেখ করছিলেন তাঁরা ৷ এ়কটা দেশের স্বাধীনতার সঙ্গে আমার দেশের নাম জড়িয়ে থাকায় গর্ববোধ করছি ৷

No comments:

Post a Comment