Friday, April 26, 2019

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সাব্রুম

আমাদের এখানে তিনি আফতাবুল কাদের বা সংক্ষেপ 'কাদিরা' নামে পরিচিত ছিলেন ৷ অসমসাহসী মিশুকে ক্রীড়াপ্রেমী সেসময়ে সাধারণ্যে পরিচিত তরুণ ৷ গ্রামের সাহসী ছেলেকে 'কাদিরা' নাম ফেলে দেওয়া হয়েছিল ৷ কদিন আগে বার্ধক্যে মারা গেছেন আমাদের গ্রামসম্পর্কে এক ভগ্নীপতি চিত্তরঞ্জন চক্রবর্তী আজীবন 'তাহেইরগা' নামে পরিচিত ছিলেন ৷ এভাবে বহু বীর যোদ্ধা তাঁদের দেশপ্রেম ও সাহসিকতার জন্যে সেসময়ে জনমনে স্থান করে নিয়েছিলেন ৷ প্রথমদিকের লড়াইয়ে এই অঞ্চলে তথা এক নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান ৷ অনেকের সঙ্গে তাঁর পরিচয় ছিল ৷ মাখন দের হোটেলে দুবেলা ভাত খেতেন ৷  'আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী মফিজুল বারী তো সাব্রুমেই ছিলেন পুরোটা লড়াইয়ের সময়ে ৷ এসব ইতিহাস হারিয়ে যাচ্ছে ক্রমশই ৷

No comments:

Post a Comment