Friday, July 30, 2021

গোবিন্দ ধরের জন্মদিনে

আজ তোমার জন্মদিন ৷ পঞ্চাশে পা রেখেছ তুমি ৷ কবিতার বারান্দায় হেঁটে যেতে যেতে তুমি ফিরে ফিরে দেখেছ বাংলাসাহিত্যের লতাবিতান ৷ গোবিন্দ তুমি নিকুঞ্জপথের ধূলিরেখায়  একা কখনও হাঁটতে চাওনি ৷ সাথে নিয়েছ তুমি গোষ্ঠসখাদের ৷ একাকী উত্তরণে তুমি বিশ্বাসী নও ৷ সম্মিলিত শব্দের রাজযোগালিদের নিয়ে চারুনির্মান ৷ তুমি সুন্দর ৷ তাই তোমার নির্মানও সুন্দর হোক তাই তুমি চাও ৷ সকল নবীন সৃজনের প্রকাশস্পৃহাকে তুমি প্রকাশ করে আনন্দিত ৷ আবেগরুদ্ধ ৷ পিতার মতো তৃপ্ত ৷ তাই তুমি প্রকাশকও ৷ প্রতিটি একক ব্যক্তিত্বের মহতী বৈশিষ্টকে তুমি মর্যাদার সঙ্গে মূল্যায়ন করো ৷ অগ্রজজনকে শ্রদ্ধা জানাতে জানাতে তুমিই শ্রদ্ধার যোগ্য হয়ে উঠেছ অজান্তে ৷ তোমার সৃজনের সৌরভ কাঁটাতার ভেঙে ফেলে ৷ দেশকালের সীমানাকে অবলীলায় দুহাতে সরিয়ে দেয় ৷ ছড়িয়ে পড়ে আসমুদ্রসমতট ও গৌড়বঙ্গের জনপদে, অরণ্যে ৷ তোমার চলার পথের দুপাশ থেকে রাশি রাশি উৎসুক হাত এগিয়ে আসে তোমার দিকে করমর্দনের জন্যে ৷
 মানুষ ও মৃত্তিকাকে তুমি কেমন অপার মমতায় ভালোবেসে ফেলো ৷ দেওমনুপলিবিধৌত প্রকৃতির বুকেই তোমার ভালোবাসার নক্সিকাঁথা বিছানো আছে ৷ এখানেই তোমার কবিতাদয়িতা ৷ তোমার সাঁঝসকালের স্বপ্নসুন্দরী ৷ তোমার লেখনইন্ধন ৷ যজ্ঞসমিধ ৷ অর্ধশতাব্দীকাল তোমার নিরন্তর মুগ্ধপর্যটন ৷সামনে আরো, আরো পথ আছে পেরুবার ৷ হেঁটে যাবার ৷ সে পথেই এগিয়ে চলো তুমি ৷ সে পথেই খুঁজে নাও শুশ্রূষা ৷ আরো আরো বহু পল, বহু দন্ড, বহু কাল ৷ নিরবধি এগিয়ে যাও ৷ এগিয়ে চলো ৷

No comments:

Post a Comment