Tuesday, November 9, 2021

প্র তী ক্ষা

প্রতীক্ষা

অশোকানন্দ রায়বর্ধন

কোমল আকাশ ভরে যায় ভাটের বন্দনাগানে ।
নির্জন চিলেকোঠা জেগে ওঠে নিঃসাড় ঘুম ভেঙে
তোমার পুজোর ফুলদূর্বা পবিত্র সাজিতে রেখে যাই
আমি ব‍্যস্ত দিনের উদ‍্যমঘোরে ভুলিনা তোমার কথা
কিন্তু ডেকে নেবার মতো সময় বের করতে পারিনা ।
গড়িয়ে পড়া কাজের সারি আমার চারধারে
ইটের বৃত্ত তৈরি করে ।
তুমি সবটাই দেখো সেই চিলেকোঠায় বসে
ঘুলঘুলি পেরিয়ে এক চিলতে হাওয়া তোমাকে সঙ্গ দেয় ।
তুমি দেখো আমার দৈনিক ঘানিটানা জীবন 
আমার আকাশের মেঘ বৃষ্টি রোদ্দুর তোমার জানা আছে

আমি সারাক্ষণ ডুবে থাকি পাপে কিংবা পদ্মে
ঘোরলাগা দিনরাত শুধু জড়িয়ে থাকা স্থাবরে জঙ্গমে
ভুলে যাই তোমাকে কথা দিয়ে প্রতীক্ষায় রেখেছি ।
তুমি তো সহনশীল ওংকার । তাই আমার প্রতীক্ষায় 
বসে আছো অনন্তের মাঠে ।

No comments:

Post a Comment