Tuesday, November 9, 2021

ঝ ড়

ঝড়

অশোকানন্দ রায়বর্ধন

যে হাওয়া বয়ে যায় তোমার শরীর বেয়ে
তা যেন ঝড় হয়ে যায় । সেই দামাল সময়কালে 
আমি বেরিয়ে পড়ব বাইরের দুনিয়ায় ।
চাইছি একটা ঝড় উঠুক । সব উপড়ে ফেলার ঝড় ।

সব কিছু ভেঙে পড়ছে । আশা ও স্বপ্ন সরে যাচ্ছে
দূরের কোনো দ্বীপে । এখানে ভাঙচুর হয়ে পড়ে আছে
পাখির ডানা, নীড় । প্রভাতের সূর্যের রাজমহল 
ঘিরে কালো সেপাই । রাঙা আলো ঢেকে
 যায় আকস্মিক দৌরাত্ম‍্যে । তাই অসহায় আমি 
চাইছি প্রবল একটা ঝড় উঠুক ।  সেই ঝোড়ো তান্ডবে
তোমরা বেরিয়ে পড়বে সব বাধা ঠেলে ।

আমদের মিলিত হাত ধরাধরি আর
 সমবেত কোরাস তীব্র গর্জনে বেরিয়ে পড়বে
উত্তাল হাওয়ায় । ঝড়, ঝড়ই তো বয়ে আনবে
আসন্ন শান্তির সংকেত । চলো বেরিয়ে পড়ি ।
ঝড়ের বন্দনাগানই হোক আমাদের আগামী সংকেত ।

No comments:

Post a Comment