Monday, April 17, 2023

'পুঙ্গির' পুত- উৎস

'পুঙ্গির পুত'-র উৎস

বৌদ্ধ সন্ন্যাসীদের বার্মিজ ভাষায় 'ফুঙ্গি' বলা হয় । অনুশাসন মান্যকারী সেই সন্ন্যাসী যদি পুত্রসন্তানের জন্মদাতা হন তবে সেই অবৈধ সন্তানকে ' ফুঙ্গির পুত'> পুঙ্গির পুত বলা হয় ।  চট্টগ্রামী বাংলায় 'প'কে 'ফ' উচ্চারণ করা হয় । পূর্ববঙ্গের অন্যত্র 'ফ' বর্ণটি অল্পপ্রাণতা পেয়ে 'প' উচ্চারিত হয় ।এই অঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকান বংশোদ্ভুত মগ বা বা মার্মা জনগোষ্ঠীর বসতি রয়েছে । তাদের একটা অংশ দক্ষিণ ত্রিপুরা ও ত্রিপুরার অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ।

No comments:

Post a Comment