Wednesday, June 21, 2023

রথ ও নরদেহ ।

জগন্নাথ এর রশির নাম শঙ্কচুড়,
বলদেবের এর রশির নাম বাসুকি নাগ,
সুভদ্রার রথের রশির নাম স্বর্ণচূড়।।

প্রতীকী অর্থে মন-কে বলা হয় জগন্নাথের রথের রশি । রথ মূলত কায়াকল্প । দেহরথকে মনই তো চালনা করে । দেহরূপ রথে প্রাণরূপ জগন্নাথ সেখানে বসত করেন । মানবদেহে ২০৬ খানা হাড় । রথেও ২০৬ খানা কাঠ । ষোলো চাকার রথে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয় এবং বাকি ছয়টি চাকা ষড়রিপুর প্রতীক । প্রবাদে দেখি, শরীরে কর্মক্ষমতা না থাকলে বলা হয় ' রথ চলে না' । বার্ধক্যে মৃত্যুকামনায় বলা হয়, 'হাতে-রথে যেতে পারলে হয়' । কঠোপনিষদে তাই বলা হয়েছে–' শরীরং রথমেব তু' । বলা হয় থাকে 'রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে' । দেহরূপ রথে বামন অর্থাৎ সুক্ষ্মরূপ আত্মাকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না ।

No comments:

Post a Comment