Thursday, June 15, 2023

সাব্রুমে যাত্রার এনাউন্সমেন্ট

একসময়ে সাব্রুমে যাত্রাগানের খ উঁচু ব রমরমা ছিল । কোলকাতা থেকে যাত্রা পার্টি আসত । মেলার মাঠে বড়ো প্যান্ডেল করে যাত্প্ররানুষ্থঠানের আয়োজন করা হত । প্রথমদিকে টিনের চুঙ্গা ফুঁকে এনাউন্সমেন্ট হত । মাইকে যাত্রার এনাউন্সমেন্টের যুগে আমার জানামতে দক্ষ দুজন অমর সরকার ও সুবীর দত্ত । গাড়িতে চড়ে সারা মহকুমা জুড়ে যাত্রার এনাউন্সমেন্ট চলত । আর সবশেষে মনুবাজারে এসে কড়া ঝালের দেশি মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া এটা কমন ব্যাপার ছিল । সুবীরদা বেঁচে নেই । মাইক্কে চিল্লিয়ে এনাউন্সমেন্ট করাটাও বেশ দমের ব্যাপার ছিল । টানা এনাউন্সমেন্ট করার ফলে সুবীরদা একবার অর্শরোগগ্রস্ত হয়ে পড়েছিলেন । আমি দলে থেকে মাঝে মাঝে এনাউন্স করে তাঁদের বিশ্রামের সুযোগ দিতাম । তবে সাদা কাগজে এনাউন্সমেন্টের বয়ানটা লেখার বরাবর দায়িত্ব ছিল আমার । 

No comments:

Post a Comment