Monday, November 6, 2023

মোষ

মোষ 

অশোকানন্দ রায়বর্ধন

মোষেরা ভীষণ ক্ষ্যাপা হয় । শিং দিয়ে সংহার করে । 
সেই বেয়াড়া মোষকে বাগ এনে পিঠে সওয়ার হওয়ার 
গল্পটা সাদামাটা নয় । বাহিনী নিয়ে রীতিমতো 
লড়াই করতে হয় । দুনিয়ার তাবত ভদ্রতাকে 
অলংকার পরিয়ে  নিয়ে
মোষকে ঘিরে ধরার কৌশল ব্যবহার করতে হয় ।

একগুঁয়ে স্বভাবের মোষ প্রায়শই তেড়ে ফুঁড়ে ওঠে, 
বিশাল দেহে তার ক্রোধই সম্বল । একমাত্র রক্ষাকবচ ।
তার মাথায় ঘিলু বলতে কিছু নেই, ধারালো শিং ছাড়া ।
এই মোষের পিঠে চড়ার স্বপ্ন যে দেখেছে একবার 
সে তার সমস্ত মেধা ও চাতুরি খরচ করতে থাকে,
খ্যাপা মোষকে বাগে আনার জন্য তাকে শোনায়
 ঘুমপাড়ানি গান আর রাজপাটের শোলোক ।

মোষকে বশ করে যে জন তার পিঠে উঠে বসে
 সে আর নামতেই চায় না এই নাদুস শরীর থেকে ।
 যতক্ষণ না তাকে টেনে হিঁচড়ে নামানো হয়
 ততক্ষণ সে যম রাজার প্রতিরূপ একজন ।

No comments:

Post a Comment