Sunday, February 13, 2022

গাছ

গাছ

অশোকানন্দ রায়বর্ধন

গাছেরা নিরবতার প্রেমিক-প্রেমিকা সব
হাওয়া না থাকলে গাছেরা গান গায়না ।

পাতাদের যতোরকম উল্লাস আর আন্দোলন
হাওয়ার বেগের সঙ্গে নির্ধারিত তাল ও ছন্দ ।

বিজনজোছনায় যে গাছটি একাকী 
দাঁড়িয়ে থাকে তার সংসার নিয়ে
তারও পাতারা ঝরে যায় আঁধারের মায়ায় ।

হলুদরঙা সন্তানেরা তার পায়ের নিচে গালিচার মতো,
ওদের চিরঘুম ভাঙাবার সাধ জাগে উলঙ্গ গাছের
টপটপ শরীর বেয়ে নামিয়ে দেয় অশ্রুশিশির পাতাদের গায় ।
তারপর আবার ডুবে যায় বনসংসারে।

শরীর নিংড়ে সৃষ্টি করা নতুন নতুন পাতা
একদিন গাছেদেরও বয়স বাড়ে । সৃজন থামে ।

সেদিনআর কোনো কথা হয়না গাছেদের বিছানায়
তারাও মানুষের মতো অন্ধকারে শেষডিঙির যাত্রী ।

No comments:

Post a Comment