Tuesday, October 11, 2022

শুভকথা

শুভকথা
অশোকানন্দ রায়বর্ধন
এই ভোরেই বেজে উঠেছে জলঘুঙুর
হাতের কলাপ ভিজিয়ে নিয়ে শীতল করেছ 
তোমার শরীর হে নওলকালের বাদলামেয়ে
ইচ্ছাপত্রে শুভকথা লিখে রেখেছ জলের আখরে
ভেজা কলাপাতার জলচিহ্ন সারা গায়ে মেখে
ভোরাই আহ্বানে যেন এক অচিন মায়াডাক
অপরকালের অতল ইসারায় যে পুরাণগান
ঘরে ঘরে ভালোবাসার সগন্ধী ধূপধোঁয়া 
ছড়িয়ে দিয়ে গেছ সুরের আবেশের মতো
আজো হে জাগতিক বর্ষণবেলায় তোমার
অশ্রুত প্রণয়ের গান বড়ো বেশি জরুরি যে
ছড়িয়ে দিয়ে যাও সে গান লোকালয়ে 
মানুষের হৃদয় এখন ফুল আর প্রেমের প্রত্যাশায়
বৃষ্টির কাতরতার মতো কাঙাল হয়ে আছে

No comments:

Post a Comment