Friday, October 28, 2022

ঘরোয়া মানুষ

ঘরোয়া মানুষ

অশোকানন্দ রায়বর্ধন

ঘাড় ফেরালেই একটা মুখও দেখা যায় না 
যে মুখে আছে প্রশান্তির আলো 
শুধু ভ্রষ্ট কথার রঙিন ফুলছড়ির তীব্র আলোয় 
ঝলসে যায় মানুষের মুখগুলো 

এই ঝলসানো মুখের মানুষগুলো স্বপ্ন ছুঁতে গিয়ে 
রাস্তায় দাঁড়ায় । রাস্তায় হাটে দল বেঁধে
 আশায় থাকে একদিন তারা পৌঁছে যাবে
 আকাশ গঙ্গার মৃদু আলোর শিবিরে ।

 আরো অনেকেই সাথী হয় স্বপ্নের খোঁজে
 দগ্ধ মানুষেরা নিজেরাই নিজেদের পথ করে নেয়। 

মন্থন শেষে বিশেষ ভন্ড ফেলে অমৃত কলস নিয়ে 
দৌড়ে পালায় বাহুজীবীরা ।
 বারবার স্বপ্ন ভেঙে যায় মাটির মানুষদের ।

আঘাতের পর আঘাত পেয়ে আবার জড়ো হয় 
ঘরোয়া মানুষগুলো । আবার গড়ে মানববন্ধন ।
তালুর বাঁধনে বাঁধনে হয়ে যায় অলৌকিক আত্মীয়তা‌ ।
 ভাঙতে ভাঙতে বারবার ওঠে বন্ধনের গান ।

No comments:

Post a Comment