Sunday, January 14, 2024

আলন্তী

পৌষ সংক্রান্তি । উত্তরায়ণ । মকর সংক্রান্তি । অনেক নাম এই দিনটির । পৌষমাসের শেষদিন । তাই পৌষ সংক্রান্তি । এদিন সূর্য ধনুরাশি থেকে মকররাশিতে প্রবেশ করেন । যেহেতু এই দিনটি সূর্যের দক্ষিণ থেকে উত্তরে সরে যাওয়ার দিনটি সূচিত করে তাই এই দিনটিকে উত্তরায়ণ বলা হয় । তাই এই দিনটি সূর্যের উদ্দেশ্যে নিবেদিত হয় । এই উৎসবটিও সূর্যের উদ্দেশ্যে উৎসর্গ করাহয় । সূর্যকে ঘিরেই এদিনের  লৌকিক আচার অনুষ্ঠান আয়োজন । কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এইদিনের উৎসবের নাম 'আলন্তী'  । এর সঙ্থেগেও রয়েছে সূর্কেযের যোগ । হেমন্তের মাঝামাঝি থেকেই দিনের ভাগ ক্রমশ কমে আসতে থাকে । ফলে দিনের মধ্যে আলোকিত সময়কালও কম থাকে ।  একসময় সূর্য একেবারে দক্ষিণে হেলে পড়ায় দিনের বেলায় সূর্যের খুব কম সময়ের জন্য থাকে । এদিন থেকে তা আবার বাড়তে থাকে । ধরিত্রী আবার দীর্ঘ সময়ের জন্য আলোবতী/আলোবন্তী হতে থাকেন । এই আলোবন্তী থেকে আঞ্চলিক শব্দ 'আলন্তী' । আসলে এও এক আলোর উৎসব । দিবালোকের উৎসব । হিম শীতঋতুর হাত থেকে ক্রমশ নিস্তার পাওয়ার আশায় আলোকবন্দনা । এই দিনটিকে নিয়ে যেমন বহু পৌরাণিক কাহিনি রয়েছে তেমনি রয়েছে নানা লৌকিক আচার ও অনুষ্ঠান । এদিন গৃহস্থবাড়ির আঙিনায় যে আলপনা দেওয়া হয় সেখানেও আছে আলোচেতনা । গৃহাঙ্গনকে উজ্জ্বল ও আলোকিত করার সুপ্তচিন্তা । সংস্কৃত আলিম্পন থেকে এসেছে আলপনা । বোঝা যায় আলপনার ঐতিহ্যও বহু প্রাচীন ।

No comments:

Post a Comment