Friday, January 19, 2024

কবির বর্ম

কবি সত্যকথা বলেন । এটাই তার মনন ।
তাই কবির উপর অনেকে বিরক্ত হয় ।
কেউ কেউ কবিকে ভাবে ভীষণ বোকা  ।
কারো কারো কবির জন্যে মায়া হয় খুব ।

কবি এসব কথা জানেন না তেমনটা নয়
তবুও কবি সত্যের কাছে অবনত থাকেন ।
কবিতাই কবির বর্ম, সাহসের শক্তিময় ঢাল
কবিতার শব্দে শব্দে সত্যকে তুলে ধরেন

আঁধারের প্রাণীরা সব কবির উপর খেপে যায়
তারা কবিকে নির্বাসনের ফতোয়া ধরায়
 কবি তখন দূর মফস্বলে নিয়মিত নিত্যযাত্রী ।

পরিজনহীন ভূখন্ডে কবি নতুন দুনিয়া গড়েন ।
কবি খুঁজতে থাকেন, সে ভূখন্ড সত্য কোথায় আছে ?

No comments:

Post a Comment